আন্তর্জাতিক ডেস্ক : গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার শোক যেন এবার ঢুকে পড়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘরে। এবার একা হয়ে পড়রেন। চরম দুর্দিনে তাকে ছেড়ে চির দিনের জন্য চলে গেছেন তিনি। ফলে সব চেয়ে প্রিয় ও বিশ্বস্ত মাকে হারিয়ে একবারে ভেঙ্গে পড়েছেন আসাদ। অবশ্য তার দীর্ঘ দিনের মিত্রদের মাঝেও ছড়িয়ে পড়ছে এই শোকের মাতম।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মা আনিসা আসাদ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার এ তথ্য জানিয়েছে বিবিসি।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, রাজধানী দামেস্কের একটি হাসপাতালে মারা যান আনিসা। সাবেক এই ফার্স্টলেডি অনেক বছর ধরেই অসুস্থ ছিলেন। ২০১২ সালের আগে চিকিৎসার জন্য প্রায়ই জার্মানিতে যেতেন তিনি।
আনিসার স্বামী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ। ১৯৫৭ সালে তাঁদের বিয়ে হয়। সম্ভ্রান্ত পরিবারের আনিসাকে বিয়ের পর খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। হাফেজ মারা যান ২০০০ সালে। হাফেজ-আনিসার পাঁচ সন্তানের মধ্যে বাশারসহ তিনজন এখনো বেঁচে আছেন।
০৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস