রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৫:৩২

পানির দাবিতে গ্রামবাসীর অভিনব প্রতিবাদ, দেশজুড়ে তোলপাড়

পানির দাবিতে গ্রামবাসীর অভিনব প্রতিবাদ, দেশজুড়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : রমেশ সিপ্পি পরিচালিত 'শোলে' সিনেমার সেই বিখ্যাত দৃশ্য মনে রয়েছে নিশ্চয়? যেখানে ধর্মেন্দ্র একটি পানির ট্যাঙ্কের উপর উঠে গোটা গ্রামের সামনে বাসন্তীকে বিয়ে করতে চেয়েছিল? সেই দৃশ্যেরই পুনর্নির্মাণ করলেন একটি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা কয়েকজন মিলে একটি পানির ট্যাঙ্কের উপর উঠে তাদের দাবি সমস্বরে পেশ করলেন।

না, কাউকে বিয়ে করতে চেয়ে নয়! দাবিটি বেশ গুরুত্বপূর্ণ। স্থানীয় জয়েকওয়াড়ি বাঁধের পানি ছাড়ার দাবিতে এরকম অভিনব বিক্ষোভ। এখনই জল না ছাড়লে গ্রামে খরা দেখা দিতে পারে। গরমকাল এখনও বেশ দূরে কিন্তু ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার মারাঠওয়াড়া গ্রামের দশা বিশেষ সুবিধার নয়। মারাঠওয়াড়া গ্রামে জলস্তর নেমে গিয়েছে ৮ শতাংশের নিচে। শুধু এই গ্রামই নয় অবশ্য, গোটা উত্তর মহারাষ্ট্র জুড়েই এখন পানির সঙ্কট দেখা দিয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে