রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১২:৪২

আমেরিকাকে ইরানের চ্যালেঞ্জ!

আমেরিকাকে ইরানের চ্যালেঞ্জ!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার করবে ইরান। সম্প্রতি পেন্টাগনকে এমনটাই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আতাউল্লাহ সালেহি।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেনারেল সালেহি বলেন, মার্কিন নিষেধাজ্ঞাকে মেনে নেয়নি ইরান। এমনকি আগামিদিনে এমন কোনো ইচ্ছাও নেই। ইরান তার নিজ কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি আরো জানান, ভবিষ্যতে ইরানের ক্ষেপণাস্ত্র আরও শক্তিশালী হবে। এবং সেগুলি যাতে লক্ষ্যবস্তুতে আরো সুনির্দিষ্ট ভাবে আঘাত হানতে সক্ষম জন্য তাতে আরো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচির মাধ্যমে পরমাণু সমঝোতা লঙ্ঘন করা হচ্ছে না বলেও জানান তিনি।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পকে কেন্দ্র করে গতমাসে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বাস্তবায়নের একদিন পরই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ১১ অক্টোবর ইরানের সরকারি বাহিনী প্রথমবারের মতো গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ’র পরীক্ষা চালায়। ওয়াশিংটন ওই পরীক্ষার নিন্দা জানিয়ে অভিযোগ করে, ক্ষেপণাস্ত্রটি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে