রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০১:২২

অবাক কাণ্ড, মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যেসব দেশ!

অবাক কাণ্ড, মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যেসব দেশ!

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবার মহাকাশেও যুদ্ধ হওয়ার সম্ভবনা৷ এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ওয়াশিংটন৷ তাদের অভিযোগ, রাশিয়া নাকি আমেরিকার বিরুদ্ধে মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে৷ সম্প্রতি পুতিন সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ওবামা সরকার৷

মার্কিন সামরিক পর্যবেক্ষকদের মতে, ২০১৪ সালে মে মাস থেকে তিনটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ক্রেমলিন। কিন্তু, সেগুলিকেই পরীক্ষামূলক অস্ত্র হিসেবে মনে করছে মার্কিন সামরিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, কসমম-২৪৯১, ২৪৯৯ ও ২৫০৪ নামের এই তিন কৃত্রিম উপগ্রহকে যোগাযোগ উপগ্রহ হিসেবে  মহাকাশে পাঠানো হয়েছে। এগুলি ‘গোয়েন্দা’ অর্থাৎ মার্কিন মুলুকে নজরদারির জন্য পাঠিয়েছে ক্রেমলিন। মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নেয়ার জন্যই রাশিয়া উপগ্রহগুলি পাঠিয়েছে৷

জানা গিয়েছে, এই উপগ্রহগুলি অন্যান্য উপগ্রহের মতোই৷ এগুলিতে কোনো ইঞ্জিন বসানো নেই। ফলে, এ জাতীয় উপগ্রহকে একবার কক্ষপথে স্থাপন করা হলে তা থেকে সরে আসার বা রদবদল করার কোনো উপায় আর থাকে না। কিন্তু, মার্কিন প্রতিরক্ষা বিষয়ক দফতরের প্রধান ডেভিড অ্যাক্স জানান, মার্কিন পর্যবেক্ষকরা দেখতে পেয়েছেন, রাশিয়ার চতুর্থ উপগ্রহটি নিজ কক্ষপথের বেশ কিছুটা রদবদল করছে৷ এমনকি, উপগ্রহটি নজরদারিও চালাচ্ছে৷

আমেরিকার অভিযোগ, গত দেড় বছরে রাশিয়া আরো দু’টি রহস্যময় বস্তুও মহাকাশে পাঠিয়েছে। তীব্র গতি সম্পন্ন এই উপগ্রহটি অন্যান্য উপগ্রহের বেশ কাছাকাছি যেতে সক্ষম বলেও মনে করা হচ্ছে। ফলে, অন্যান্য উপগ্রহের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা যেমন চালাতে পারবে, প্রয়োজনে সেগুলিকে ধ্বংস করতেও পারবে৷ অবশ্য, মহাকাশে যুদ্ধের প্রস্তুতি শুধু রাশিয়াই করছে তা নয়, রয়েছে আমেরিকা, জাপান, চীন ও সুইডেনের মতো আরো অনেক দেশ৷ চলছে তার পরীক্ষাও৷ আর এসবই করা হয়েছে উপগ্রহ রক্ষণাবেক্ষণের নামেই।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে