আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি পর্যটকরা গরুর মাংস খেতে পারেন। সম্প্রতি এক ইংরাজি দৈনিকে এমনটাই জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর খাট্টার। শিগগিরই এই বিষয়ে বিশেষ অনুমতি অনুমোদন করা হবে বলেও হরিয়ানা সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
ওই ইংরেজি সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, গরুর মাংস খাওয়ার বিষয়ে বিদেশি পর্যটকদের ছাড় দেয়ার ব্যাপারে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এটা স্পেশ্যাল লাইসেন্স… কেউ এই আইনে বাধা দিতে পারে না।’ একইসঙ্গে মানুষের ব্যক্তিগত জীবনভঙ্গি নিয়ে তার মন্তব্য, ‘প্রত্যেকেরই খাওয়া এবং পান করার ব্যাপারে একটা ব্যক্তিগত জীবনভঙ্গি রয়েছে, বিশেষত যারা বিদেশ থেকে আসে…আমরা এতে কোনো বাধা দিতে পারি না। আসলে আমরা এ ব্যাপারে কাউকেই কোন প্রকার বাধা দিতে পারি না।’ যদিও মনোহর খাট্টার কেবল বিদেশিদের জীবন ভঙ্গিকেই গুরুত্ব দিয়েছেন বলে সমালোচনা করেন বিরোধীরা।
উল্লেখ্য, গত বছর মার্চ মাসে হরিয়ানা গৌরু সংরক্ষণ এবং সম্বর্ধন আইন করে গরু হত্যা পুরোপুরি বন্ধ করেছে মনোহর খাট্টারের সরকার। এই আইন মোতাবেক, গরু হত্যাকারীদের তিন থেকে সাত বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার সাজা জারি করা হয়েছে। এরপর থেকেই হরিয়ানায় গরুর মাংস খাওয়া আইনত নিষিদ্ধ। যদিও এরপর অক্টোবর মাসে ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন মনোহর খাট্টার।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই