আন্তর্জাতিক ডেস্ক : হানিমুনের জন্য নব দম্পতিরা বিভিন্ন দেশে যান এটাই অতীতে দেখা গেছে। কিন্তু বিয়ের ছবি তুলতে ভিন দেশে ভির জমানোর খবর কেউ কখনো শুনেছেন? এবার এমনই এক অবাক কাণ্ড ঘটেছে। যার মুখোমুখী হচ্ছেন আপনিও।
সাধারণত বছরের প্রথম দিনটি পরিবারের সাথে উদযাপন করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিজের দেশে চলে গেছেন বহু চীনা নাগরিক। কিন্তু পরিবারের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে অনেক চীনাই এখন ছুটে আসছেন লন্ডনে।
বিয়ের আগে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি তুলতে বহু চীনা দম্পতি লন্ডনে আসছেন। এরকম দম্পতির সংখ্যা বছরে বছরে বাড়ছে। লন্ডনের আকর্ষণীয় বিভিন্ন স্থানে এই দম্পতিরা ছবি তুলছেন।
এই বিয়ের ছবি তোলার সাথে জড়িত ব্যক্তিরা বলছেন, দিনে দিনে এই ব্যবসা বাড়ছে এবং এর ফলে প্রচুর অর্থ আসছে ব্রিটেনে। এই ব্যবসার সাথে জড়িত চীনা ও ব্রিটিশ ফটোগ্রাফাররা।
এমন একজন ফটোগ্রাফার রে উ বলেছেন, বিয়ের ছবি তোলার জন্যে বহু চীনা এখন ব্রিটেনে আসছে। গত বছরেই আমি একা এরকম দুশো দম্পতির ছবি তুলেছি। আশা করছি এবছর এই সংখ্যাটা আরো অনেক বাড়বে।
এরকম এক দম্পতি বলছেন, তারা লন্ডনেই লেখাপড়া করেছেন। এই শহরে তাদের বহু স্মৃতি। বিয়ে করার উদ্দেশ্যেই তারা চীনে ফিরে গেছেন।
কিন্তু বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনায় এই শহরকেও তারা সাক্ষী করে রাখতে চান।
ফটোগ্রাফাররা বলছেন, লন্ডনে তোলা এসব ছবি দিয়ে তারা বড় বড় অ্যালবাম ও ক্যানভাস তৈরি করেন এবং বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের সামনে এসব তুলে ধরেন। ফটোগ্রাফাররা বলছেন, এসব ছবিতে লন্ডনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়।
একজন হবু স্ত্রী বিবিসিকে জানান, এসব ছবি তোলার সময় স্থানীয় বহু মানুষ তাদের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু এতে তারা মোটেও বিব্রত হন না। তারা বরং সেটাকে উপভোগই করেন। তিনি বলেন, এটা হলো লন্ডনে আমাদের লাভ স্টোরি বা প্রেমের কাহিনি।
চীনা ফটোগ্রাফাররা বলছেন, তাদের একটা বাড়তি সুবিধা আছে কারণ দম্পতিরা তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। তারা জানেন চীনা সংস্কৃতিতে দম্পতিরা কিভাবে পোজ দিয়ে ছবি তুলতে চান।
০৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস