আন্তর্জাতিক ডেস্ক : শিল্পকে ভালবাসেন না এমন মানুষ খুজে পাওয়া ভার। সে প্রধানমন্ত্রী হোক আর সাধারণ মানুষই হোক। শিল্প কিংবা শিল্পীর প্রতি অনেক রাজা-বাদশাহদের দূর্বলতা ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। সেই তালিকায় যোগ হলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিও শিল্পের সাথে শিল্পীর প্রেমে পড়েছেন।
মোদির ওড়িশা সফর উপলক্ষ্যে তাঁকে স্বাগত জানিয়ে একটি বিখ্যাত স্যান্ড আর্ট তৈরি করেন সুদর্শন পট্টনায়েক। তখন তার প্রশংসা করেছিলেন মোদি।
এবার তার নিজের রাজ্য গুজরাটে তরুণদের প্রশিক্ষণের জন্য সেই স্যান্ড আর্টিস্টকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পুরীর জগন্নাথ মন্দিরে পুজা দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন সুদর্শন। নবকলেবরের সময় বালি দিয়ে নিজের হাতে তৈরি একটি জগন্নাথের ফটো মোদিকে উপহার দেন তিনি।
পট্টনায়েক জানিয়েছেন, মোদির কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তিনি গর্বিত। সুদর্শনও প্রতিশ্রুতি দিয়েছেন, গুজরাতে একটি স্যান্ড আর্ট প্রশিক্ষণের প্রতিষ্ঠান খুলবেন তিনি।
বড়দিন উপলক্ষে পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে সান্তা ক্লজ তৈরি করলেন বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক। এটিই সম্ভবত বিশ্বের সবচেয়ে উঁচু সান্তা। উচ্চতা ৪৫ ফুট।
সুদর্শন জানিয়েছেন, বালির সান্তা তৈরি করতে তাঁর ১০০০ টন বালি লেগেছে। সঙ্গে লেগেছে কিছু রঙিন বালিও। ‘সুদর্শন স্যান্ড আর্ট ইন্সটিটিউট’-এর ২০ জন শিক্ষার্থী একাজে তাঁদের শিক্ষককে সাহায্য করেছেন। ২ দিন ধরে ২২ ঘন্টার পরিশ্রমে এই কাজ শেষ করেছেন সুদর্শন। শুধু সান্তাই নয়, যিশু খ্রিস্ট এবং মা মেরিরও বালির মূর্তি তৈরি করেছেন তিনি। সুদর্শন জানিয়েছেন, লিমকা বুক অফ রেকর্ডে আবেদনও জানিয়েছেন তিনি।
০৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস