আন্তর্জাতিক ডেস্ক : মশাবাহিত ভয়ানক ভাইরাস জিকায় আক্রান্ত তিনিজনের মৃত্যু হয়েছে কলম্বিয়াতে। রোববার এ খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
জানা গেছে, জিকা ভাইরাসের আক্রান্তরা গিলিয়ান বার সিনড্রম নামে এক দুর্লভ নিউরোজিকাল রোগে আক্রান্ত হয় এবং মৃত্যুবরণ করে। এর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে বসে রোগীরা, দুর্বল হয়ে পরে এমনকি মৃত্যুও ঘটতে পারে। জিকা ছড়ানোর সঙ্গে সঙ্গেই এই রোগটিতে আক্রান্ত হচ্ছে সবাই।
কলম্বিয়ার জাতীয় হেলথ ইনস্টিটিউট মার্থা লুসিয়া বলেন, জিকার কারণে আরও রোগ ধরা দিতে পারে। বিশ্ব এখন বুঝবে যে জিকা এক প্রাণঘাতী রোগ। হয়তো মৃত্যুর হার খুব বেশি না, কিন্তু এটা প্রাণঘাতী।
ব্রাজিলই এখন পর্যন্ত জিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। আর যুক্তরাষ্ট্র তো সতর্ক করেছে চুম্বনের মাধ্যমেও জিকা ছড়াতে পারে। ইতোমধ্যে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন