সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২০:২৪

মহাকাশ থেকে সেলফি তুলে পাঠালেন সেই মালেনচেঙ্কো

মহাকাশ থেকে সেলফি তুলে পাঠালেন সেই মালেনচেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক : এবার মহাকাশ থেকে সেলফি তুলে পাঠালেন রাশিয়ার মহাকাশচারী ইউরি মালেনচেঙ্কো এবং সারগে ভলকভই। রাশিয়ার এই দুই আকাশচারীই বোধহয় প্রথম যারা মহাকাশ গবেষণার ফাঁকে সেলফি তুললেন।

ফ্লাইট ইঞ্জিনিয়ার ভলকভের সঙ্গে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে স্পেস ওয়াকের সময় এই কাণ্ড ঘটান মালচেঙ্কো। বুধবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে সাড়ে ৪ ঘন্টা কাটান মালেনচেঙ্কো ও বলকভ। এর পরেই নিজের সেলফি-সহ অসাধারণ কিছু ছবি পাঠিয়েছেন ওই রাশিয়ান মহাকাশচারী।

স্পেস ওয়াক চলাকালীন বেশ কিছু যন্ত্রাংশ বসানো ও সেগুলিকে চালু করতে হয় ওই দুই মহাকাশচারীকে। একই সঙ্গে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রাশিয়ার যে অংশ রয়েছে, স্পেস স্টেশনের বাইরে থেকে তার বেশ কিছু ছবিও তুলতে হয় তাঁদেরকে। এত কাজের মধ্যেও সেলফি তুলতে ভোলেননি মালেনচেঙ্কো।

তবে মহাকাশে এমন ‘বিশেষ’ ব্যক্তিগত মুহূর্ত উদ্‌যাপন এই প্রথম নয়, ২০০৩ সালে প্রথম মহাকাশচারী হিসাবে মহাকাশে বিয়ে করেন মালেনচেঙ্কো। এবার সেলফি তোলাতে তিনিই প্রথম নজির।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে