সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৭:৪১

হিজাব নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার নারী

হিজাব নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার নারী

আন্তর্জাতিক ডেস্ক : একজন নারী হিজাব পরিধান করবে কি করবে না, তা তার নিজের ব্যাপর। এই স্বাধীনতা থাকাটা প্রতিটি মুসিলম নারীর মৌলিক অধিকার। কিন্তু সেই অধিকার খর্ব করছে সরকার। হিজাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর পর প্রতিবাদে রাজপথ প্রকম্পিত করে তুলেছেন বিক্ষুব্ধ হাজার হাজার নারীরা।

প্রায় ৪০ ভাগ মুসলিমানের দেশ বসনিয়ায় নতুন এই সরকারি নির্দেশনায় বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেশটির রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার নারী।

এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা শ্লোগান তুলে ধরেন। হিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে।

দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন।
০৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে