সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:০৬:২৮

যে কারণে পদত্যাগ করলেন হিজাবধারী সেই খ্রিস্টান মার্কিন অধ্যাপক

যে কারণে পদত্যাগ করলেন হিজাবধারী সেই খ্রিস্টান মার্কিন অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন হিজাবধারী সেই খ্রিস্টান মার্কিন অধ্যাপক। এক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড. লারিসিয়া হকিংন্স।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গোপন সমঝোতার ভিত্তিতে অধ্যাপক শিকাগোর হুইটন কলেজ ত্যাগ করেন বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে গত নয় বছর এ শিক্ষা প্রতিষ্ঠানে ড. হকিন্সের অবদানের কথা উল্লেখ করেছেন হুইটন কলেজের প্রেসিডেন্ট ফিলিপ গ্রাহাম রাইকিন।

কিন্তু কি এমন মন্তব্য করেছিলেন তিনি, যে কারণে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো তাকে। আমেরিকার একটি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা এবং মুসলমান-খ্রিস্টান একই খোদার সৃষ্টি বলে মন্তব্য করেছিলেন এই মুসলিম অধ্যাপক।

ডিসেম্বরের ১০ তারিখে ফেসবুকে দেয়া স্টাটাসকে কেন্দ্র করে এ বিতর্কের সূচনা হয়। ফেসবুকের স্টাটাসে ড. হকিন্স লিখেছিলেন, মুসলমানদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তিনি হিজাব করতে শুরু করবেন। এতে মুসলমানদের প্রতি সংহতি জানানোর জন্য সব ধর্মের নারীদের হিজাব করার আহ্বান জানান তিনি। তিনি আরো লিখেন, খ্রিস্টান ও মুসলমানরা একই ইশ্বরের উপাসনা করছে।

তার ফেসবুক স্টাটাস আমেরিকায় মুসলমানদের পরিস্থিতি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। - ফক্স নিউজ
০৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে