আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭ জনে পৌঁছেছে। এদিকে ভূমিকম্পের ৫০ ঘন্টা পর ধ্বংস স্তূপ থেকে একজন নারী ও পুরুষকে জীবত উদ্ধার করা হয়েছে।
তাইনান শহরে বিধ্বস্ত ওয়ে কুয়ান ভবন থেকে ওই নারী ও পুরুষকে ক্রেন দিয়ে উদ্ধার করা হয়।
গত শনিবার ৬ দশমিক ৪ তীব্রতার ভূমিকম্পে তাইওয়ানে ১৬ তলা একটি ভবনসহ ১১টি ভবন বিধ্বস্ত হয়। বিধ্বস্ত ওই ভবনের ধ্বংসস্তূপে শতাধিক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, উদ্ধার হওয়া ওই পুরুষের নাম লি সং তিয়ান। ধ্বংসস্তূপে তার পা আটকে ছিল। শেষ পর্যন্ত চিকিৎসকেরা ঘটনাস্থলে গিয়ে তার পা কেটে বাদ দিয়েছেন। এ ছাড়া তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। উদ্ধার হওয়া নারীর নাম এখনও জানা যায়নি।
উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের মধ্যে নারীর কান্না শুনে তারা তাকে বের করেন। ওই নারীর স্বামী ও সন্তানের লাশ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিবারের আরও পাঁচজন সদস্য সেখানে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন