সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৮:৪৯

নতুন মিশন নিয়ে তুরস্ক সফরে গেলেন জার্মান চ্যান্সেলর

নতুন মিশন নিয়ে তুরস্ক সফরে গেলেন জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক : আচমকা তুরস্ক সফরে গেলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। সোমবার দেশটির রাজধানী আঙ্কারা পৌঁছেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগান এবং প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সঙ্গে বৈঠক করবেন মেরকেল।

কিন্তু তিনি তুরস্ক সফরে গেলেন কেন? এ প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক মহলে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নতুন দিকে মোড় নেয়ার পর পরই তার এই সফর হওয়ায় এই সফরকে বেশ তাৎপর্যপূণ বলে মনে করা হচ্ছে।

সিরিয়া সঙ্কট নিয়ে তুর্কি নেতাদের সঙ্গে আলোচনা করতেই তার এবারের আঙ্কারা সফর বলে জানিয়েছেন কূটনীতিকরা।

তুরস্ক থেকে ইউরোপে সিরীয় শরণার্থীদের প্রবেশ সীমিতকরণ এবং এ ব্যাপারে তুরস্ককে ইইউ এর তরফে প্রয়োজনীয় সাহায্য দেয়ার ব্যাপারে বৈঠকে তুর্কি নেতাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট সৃষ্টি হয়েছে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে। পরিস্থিতি উত্তরণে ঘনিষ্ঠভাবে কাজ করছে তুরস্ক ও জার্মানি।
০৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে