সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০৪:০৩

সেই ট্রম্পেরও নাকি ২০ জন মুসলিম বন্ধু আছে!

সেই ট্রম্পেরও নাকি ২০ জন মুসলিম বন্ধু আছে!

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিদ্বেষী মার্কিন প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ভোটে ধরাশায়ী হওয়ার পর বোল পাল্টিয়েছন। তার বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার ‘কমপক্ষে ২০ জন’ মুসলিম বন্ধু আছেন।

রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী এই ব্যবসায়ী প্রায়ই বলেন, তার মুসলিম বিদ্বেষী পলিসি ঘোষণা করার পরেও ‘মুসলিমরা তাকে ভালবাসে’। কিন্তু তার মুসলিম বন্ধুদের নাম বলতে বলা হলে তিনি একজনেরও নাম বলতে পারেননি।

আইএস সমর্থক দম্পতি কর্তৃক ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাডিনো হামলায় ১৪ জন নিহত হলে এবং বিশ্বজুড়ে অভিবাসী সংকট শুরু হলে ট্রাম্প প্রস্তাব করেছিলেন, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হোক।

তার এ প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়।

গত ডিসেম্বরে সাউথ ক্যারোলিনায় এক সমাবেশে ট্রম্প বলেন, জরিপে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে হোয়াইট হাউস এবং দুই দলের অন্য প্রেসিডেন্ট প্রার্থীরা। তাকে বিকৃত মস্তিষ্কের বলেও উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নির্ণয় করতে না পারেন যে আসলে কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ করে রাখা উচিত।
০৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে