সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৩:২৯

উত্তর কোরিয়াকে জাপানের কড়া হুঁশিয়ারি

উত্তর কোরিয়াকে জাপানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে শুরু করলো জাপান। আজ সোমবার এক বিবৃতিতে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন জাপানের ক্যাবিনেট সচিব ইউশিহাইদে সুগা। তিনি জানান, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলছে টোকিও। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্মত হয়েছে চীন।

ফলে কিমের দেশ অর্থাৎ উত্তর কোরিয়ার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুগা। যদিও রবিবারই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরই পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। এবার একেবারে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল জাপান। তবে সামরিক ক্ষেত্রে না অন্য কোনো ভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে