আন্তর্জাতিক ডেস্ক : ফের আত্মঘাতী হামলা আফগানিস্তানে। তবে এবার কাবুল নয়, নাশকতার কবলে দেহাদি জেলা। এই হামলায় মৃত্যু হলো কমপক্ষে ৩ জনের এবং গুরুতর আহত হয়েছেন ১৪ জন। আহত ও নিহতরা সকলেই সেনা সদস্য ছিলেন বলে জানা যায়। বিস্ফোরণের পর ঘটনার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আটটা দিকে উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফের রাজধানী বাখ প্রদেশের নিকটেই দেহাদি জেলায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। বাখ প্রদেশের রাজ্যপালের মুখপাত্র মুনির আহমেদ ফারহাদ জানান, দেহাদি জেলায় শাহিন সেনাবাহিনীর ২০৯ তম ব্যাটেলিয়নের জওয়ানদের পাশেই দাঁড়িয়ে ছিল আত্মঘাতী সেই হামলাকারী। শরীরে গেঞ্জির ভিতর বিস্ফোরক রেখেছিল। আচমকা বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন জওয়ানের মৃত্যু হয় এবং তিন মহিলা সহ ১৪ জন সেনা বাহিনী গুরুতর ভাবেই জখম হন।
যদিও আফগান প্রতিরক্ষা মন্ত্রনালয় সূত্রে জানানো হয়, এদিনের বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে এবং আটজন আহত হয়েছেন। আরো বিস্ফোরণ হতে পারত। একটি বিস্ফোরণের পরই বোম্ব স্কোয়াড বাহিনী গিয়ে বোমারুদের গেঞ্জির ভিতর থেকে বিস্ফোরক নিয়ে এসে তা নিষ্ক্রিয় করে বলে ফারহাদ জানান। এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর হামলার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি গোষ্ঠী।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই