বিনোদন ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির মুসলিম পুরুষ কাউন্সিলরদের বিরুদ্ধে মুসলিম নারীরা অভিযোগ দিয়েছে। তারা অভিযোগ তুলেন, নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে নারীদের বাধা প্রদান করা হচ্ছে।
এমন অভিযোগ এনে লেবার পার্টির নেতা জেরেমি করবিনের কাছে চিঠি দিয়েছে মুসলিম উইমেন্স নেটওয়ার্ক ইউকে (এমডব্লিউএনইউকে)।
এমডব্লিউএনইউকের চেয়ারওমেন শায়েস্তা গহির তার চিঠিতে নতুন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় ‘বেশ কিছু সংখ্যক স্থানীয় মুসলিম কাউন্সিলরের পরিকল্পিত নারী বিদ্বেষের’ বিষয়টি তদন্ত করার অনুরোধ করেছেন।
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে গহির লেবার পার্টির জ্যেষ্ঠ নেতাদের প্রতি অভিযোগ করে বলেন, মুসলিম নারীদের প্রতি এই আচরণ করা হলেও তারা ‘ইচ্ছাকৃতভাবে চোখ বুজে থাকেন।’
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন