আন্তর্জাতিক ডেস্ক : দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দিকে নওয়াজ শরিফের সরকারকে নজর দেয়ার কথা বললেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। পাকিস্তানে বেড়ে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপ মারাত্মক ক্ষতি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নওয়াজের প্রশাসনিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল রবিবার বিকেলে করাচির সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন হিনা রব্বানি। তার কথায়, 'আফগানিস্তানে কি হচ্ছে তা নিয়ে মাথা না ঘামিয়ে ইসলামাবাদের উচিত নিজের দেশের দিকে নজর দেয়া। আফগানিস্তানের কি করে ভালো হবে তার থেকে পাকিস্তানের ভালোর চিন্তা করাটা বেশি জরুরী।' সোভিয়েত-আফগান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হিনা।
তার মতে, 'সোভিয়েত-আফগান যুদ্ধে পাকিস্তানের মাটি ও গোয়েন্দা ব্যবহার করতে দেয়া খুব ভুল হয়েছে। ওই যুদ্ধে জড়িত সব রাষ্ট্র বেরিয়ে আসার রাস্তা প্রস্তুত করে রাখলেও একমাত্র পাকিস্তান তা করেনি।' এই সব কারণেই পাকিস্তানে তালেবানেরা মাথাচাড়া দিয়েছে বলে দাবি করেছেন তিনি। নওয়াজ সরকারের আমলে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থাও খুব ভেঙে পড়েছে বলে দাবি করেছেন হিনা রব্বানি। নওয়াজ শরিফের আমলে আড়াই বছরে কর আদায়ের পরিমাণ অনেক নিচে নেমে গিয়েছে। আর বেড়ে চলছে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার কার্যকলাপ।
তিন দিনের করাচি সাহিত্য উৎসব রবিবারেই শেষ হয়। এই অনুষ্ঠানেই যোগ দেয়ার কথা ছিল বলিউড তারকা অনুপম খেরের। ভিসা বিতর্কের কারণে তার যাওয়া হয়নি ওই অনুষ্ঠানে।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই