আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোট হামলায় জৈশ ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে নির্দোষ বলে সার্টিফিকেট দিয়ে দিলো পাকিস্তান। এই হামলার পিছনে জৈশ ই-মোহাম্মদ প্রধানের জড়িত থাকার অনেক প্রমাণ ভারত দিলেও, পাকিস্তানের দাবি, এমন কোনো প্রমাণ নেই যা দেখে বোঝা যায় পাঠানকোটে হামলার পেছনে মাসুদের হাত রয়েছে।
পাক সংবাদমাধ্যমের খবর, 'পাকিস্তান সরকার দিল্লিকে জানিয়েছে, পাঠানকোট হামলায় মাসুদ আজহার জড়িত থাকার কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই।' ভারত দাবি করেছিল, পাঠানকোটে বিমান বাহিনীর ঘাঁটিতে যে ৬ জঙ্গি হামলা চালায়, তাদের পাঠিয়েছিলেন জৈশ প্রধান। এই দাবির পেছনে যুক্তি হিসেবে জঙ্গিদের ফোনকলের রেকর্ড-সহ বেশকিছু তথ্য-প্রমাণও পাকিস্তানকে দিয়েছিল ভারত।
পাঠানকোট হামলার পর ঘরে-বাইরে চাপের মুখে পড়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের পদক্ষেপের প্রশংসাও করেছে ভারত। তবে, পাক তদন্তকারী দল ফের মাসুদকে নির্দোষ বলে দাবি করায় পাঠানকোট তদন্তে পাকিস্তান আদৌ কতটা আন্তরিক, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই