সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪০:০৩

প্রতিরক্ষামন্ত্রীর গাড়িতে ওরা কারা?

 প্রতিরক্ষামন্ত্রীর গাড়িতে ওরা কারা?

আন্তর্জাতিক ডেস্ক : সাদা রঙের সুইফট ডিজায়ারটি হঠাৎই নজরে আসে পুলিশ কর্মীদের।  সামনে পেছনে নম্বর প্লেটের উপরে লাল রঙের ধাতব বোর্ড। সেখানে সোনালি রঙে লেখা গভর্নমেন্ট অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব ডিফেন্স, ও.এফ.বি, কলকাতা। আনন্দবাজার সূত্রে এ খবর জানা গেছে।

প্রতিরক্ষামন্ত্রীর গাড়ি দেখে প্রথমে ছেড়ে দেয়া হবে ভাবছিল পুলিশ।  পরে আটকানো হয় গাড়িটি।  দেখা যায়, গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই।  ছয় সওয়ারিকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর মেলেনি বলেও পুলিশের দাবি।

এমনকি তাদের মধ্যে কেউ প্রতিরক্ষামন্ত্রীর কাজ করেন এমন পরিচয়পত্রও মেলেনি।  এরপরই বর্ধমানের জামালপুর থানার পুলিশ গাড়িসহ ওই সওয়ারিদের আটক করে।

যাদের আটক করা হয়েছে তাদের বাড়ি তিলজলার তপসিয়া রোডে।  নাম সাকির আহমেদ, সালিম আখতার, শেখ ইরফান, শেখ আনসারউদ্দিন, আব্দুল আখতার এবং শেখ শাহরুখ।

পরিবহন দফতর সূত্রে জানা গেছে, ডব্লিউবি ০৪ জি ১১৩৭ নম্বরের ওই বাণিজ্যিক গাড়িটি কলকাতার।  গাড়ির মালিকের নাম আব্দুল কাদির নওয়াজ খান।

প্রতিরক্ষামন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারিভাবে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ তারা পায়নি।  তবে সংবাদমাধ্যম থেকে খবর পেয়ে ফোর্ট উইলিয়ম কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে।  

ওই ধাতব বোর্ডটি আসল নাকি বাইরের কোনো জায়গা থেকে করা হয়েছে— তা-ও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে