সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪০:১৬

দুটি কারণে ফ্রি ফেসবুক বন্ধ করল ভারত

দুটি কারণে ফ্রি ফেসবুক বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফ্রি ইন্টারনেট সেবা দুটি কারনে বন্ধ করে দিয়েছে ভারত। সোমবার ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

দেশটির ব্যবহারকারীরা মূলত ‘ফ্রি বেসিস’-এর মাধ্যমে বিনা খরচে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারতেন। এর ফলে ইন্টারনেট সংযোগবঞ্চিত জনসাধারণের কাছে ইন্টারনেট সেবা পৌঁছানোর বদলে ‘নেট নিউট্রালিটি’ লঙ্ঘন করা হচ্ছিল বলে সমালোচনাকারীরা দাবী জানিয়ে আসছিল।
এ প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে