মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৬:০১

ওয়াই ফাই সমস্যায় বারাক ওবামা!

ওয়াই ফাই সমস্যায় বারাক ওবামা!

আন্তর্জাতিক ডেস্ক : একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে সবকিছুই দ্রুত গতিতে বদলে যাচ্ছে সেখানে সব থেকে অপরিহার্জ ইন্টারনেটের ওয়াই ফাই সংযোগের সমস্যায় পড়তে হচ্ছে গোটা বিশ্বের কম-বেশি সব মানুষকে। এমনকি, ওয়াই-ফাইয়ের সমস্যা থেকে বাঁচতে পারছে না বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও।

প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, হোয়াইট হাউজের ভিতরে এরকম অনেক জায়গা আছে যেখানে ওয়াই ফাই সংযোগ পাওয়া খুব কঠিন। এসব জায়গাকে বলা হয় ডেড স্পট। সম্প্রতি সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জানিয়েছেন, ওয়াই ফাই সংযোগের এই সমস্যার কারণে তার কন্যা সাশা ও মালিয়া খুবই বিরক্ত।

তিনি, বলেন, হোয়াইট হাউজের ভিতরে এরকম অনেক ডেড স্পট আছে। শুধু প্রেসিডেন্ট ওবামাই নয়, তার স্ত্রী মিশেল ওবামাও ওয়াই-ফাইয়ের সমস্যায় তারা যে বিরক্ত তা স্বীকার করে নিয়েছেন। কিন্তু আসন্ন নির্বাচনের আগে তিনি জানিয়েছেন, প্রযুক্তির এই সমস্যা দূর করার জন্যে তিনি ইতিমধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তো আগামিদিনে এই সমস্যার সমাধান হবে।-কলকাতা২৪
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে