আন্তর্জাতিক ডেস্ক : ট্রেন যাত্রাকে আরও উন্নত করতে বদ্ধপরিকর ভারতীয় রেল৷ এবার স্পেনের হাই-স্পিড ট্রেনকে ভারতে চালানোর চিন্তাভাবনা শুরু হয়ে গেল৷ প্রতি ঘণ্টায় যার গতি হবে ১৬০ থেকে ২০০ কিলোমিটার৷
স্প্যানিশ কোম্পানি ট্যালগো এই ধরনের ট্রেন বানিয়ে থাকে৷ রাজধানী দিল্লি থেকে মুম্বাইয়ের বর্তমান রেল ট্র্যাকেই এই ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে৷ ভারতের রেলমন্ত্রণালয় সূত্রে খবর, পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে, অন্য রুটেও এই ট্রেন চালানো হবে কি না৷ খুশির খবর এই যে, স্প্যানিশ কোম্পানিটি বিনামূল্যেই এই হালকা ও অতি দ্রুত গতির ট্রেনের টেস্ট রান করবে৷ রেলমন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেলেই শুরু হয়ে যাবে পরীক্ষা৷
নতুন এই ট্রেনের জন্য যদি ট্র্যাক পরিবর্তন করতে না হয়, তাহলে কম খরচেই বেশি সুবিধা ভোগ করতে পারবেন যাত্রীরা৷ সাধারণত যে পথ যেতে ১৭ ঘণ্টা সময় লাগে, তা ১২ ঘণ্টাতেই অতিক্রম করা যাবে৷ শুধু তাই নয়, এই ট্রেন চলাচলে বর্তমানের তুলনায় ৩০ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে৷ এই পরীক্ষার ওপর নির্ভর করছে ভারতের রেলের ভবিষ্যৎ৷ কারণ পরীক্ষা সফল হলে আরও বেশ কিছু শহর পেতে পারে এই হাই-স্পিড স্প্যানিশ ট্রেন৷
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস