আন্তর্জাতিক ডেস্ক : একটি দেশের পুরুষরা মুখমন্ডল পাল্টে ফেলার নতুন মিশন নিয়ে নেমেছেন। এর আগে যে কাজটি করতেন নারীরা। তারা সাধারণত কসমেটিক সার্জারি করে থাকেন। কিন্তু পুরুষরাও এখন এ ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে। গত বছরেই ৫০ হাজারেরও বেশি পুরুষ মুখমণ্ডলে অপারেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছে।
এর আগে এতো ব্যাপক সংখ্যক পুরুষ কখনো তাদের নাক, চোখ ও চিবুক ছুড়ি কাঁচির নিচে সপে দেননি।
শুধু তাই নয়, ব্রিটিশ এসোসিয়েশন অফ এসথেটিক প্লাস্টিক সার্জনের দেওয়া সংখ্যার বিচারে দেখা যাচ্ছে, কসমেটিক সার্জারির ব্যাপারে এই প্রথম ব্রিটেনে নারীর চেয়েও পুরুষেরা বেশি আগ্রহী হয়ে উঠেছে।
চিকিৎসকরা বলছেন, আগে যেমন নারীরা চাইতেন তেমনি পুরুষরাও এখন চাইছেন তাদের বয়স ধরে রাখতে বা বয়স বাড়ার গতি শ্লথ করে দিতে।
তারা বলছেন, এই চাহিদাও দিনে দিনে বাড়ছে। বলা হচ্ছে, গত দশ বছরে এই চাহিদা দ্বিগুণ হয়েছে।
এধরনের দশটির মতো অপারেশন আছে। এবং তার বেশিরভাগই নারীদের কাছে জনপ্রিয়। আর এর মধ্যে সবচে জনপ্রিয় হচ্ছে স্তন বড়ো করার অপারেশন।
ব্রিটেনের একজন প্লাস্টিক সার্জন ব্রায়ান মায়ো বলেছেন, এর কারণ হলো পুরুষের দৃষ্টিভঙ্গিতে একটা পরিবর্তন ঘটেছে। এটা এখন আর গোপন কোনো বিষয় নয়।
শুধু তাই নয়, এখন তারা এবিষয়টি নিয়ে স্ত্রী এবং বন্ধু বান্ধবদের সাথে, এমনকি সহকর্মীদের সাথেও কথাবার্তা বলছেন।
প্লাস্টিক সার্জনরা বলছেন, জনপ্রিয় তারকা বা সেলিব্রিটিদের মধ্যেও এই প্রবণতার কারণেও পুরুষদের মধ্যে এই চাহিদা দিনে দিনে বাড়তে পারে।
তবে এবিষয়ে চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলছেন, এটা ঠিক দোকানে গিয়ে জুতা কেনার মতো কিছু নয়।
এখানে কোনো ধরনের ত্রুটি ঘটে থাকলে সেটাকে ঠিক করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে।
০৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস