আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার একটি টহল বোটে গুলি করা হয়েছে। এই ঘটনায় চটেছেন কমিউনিস্ট শাসিত দেশটির নেতা কিম জং উন। এই ঘটনায় ওই অঞ্চলে চমর উত্তেজনা বিরাজ করছে। পীত সাগরের বিতর্কিত জলসীমায় এই ঘটনা ঘটায় পাল্টা হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে গোটা বিশ্ব পিয়ংইয়ংয়ের নিন্দা করছে। নতুন করে নিষেধাজ্ঞার মুখে পড়েছে দেশটি। তার মধ্যেই এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে।
আন্তর্জতাকি গণমাধ্যম জানিয়েছে, সোমবার উত্তর কোরিয়ার টহলে একটি রোবটকে লক্ষ্য করে গুলি চালাল দক্ষিণ কোরিয়া। ঘটনার পরেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পীত সাগরের বিতর্কিত জলসীমা দিয়ে উত্তর কোরিয়ার টহল বোট যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পাঁচবার সতর্ক করার পরে এই ঘটনাটি ঘটেছে।
তবে গুলি বোটে নয়, জলে লেগেছে। যদিও এই বিতর্কিত জলসীমায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের সময় থেকে এই জলসীমা নিয়ে বিরোধ চলছেই। যুদ্ধশেষে রাষ্ট্রসংঘ সীমানা বেঁধে দেওয়ার পরেও উত্তেজনা কমেনি।
০৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস