মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৪:০৭

তুষারচাপা থেকে ৬দিন পর জীবত সৈনিক উদ্ধার

তুষারচাপা থেকে ৬দিন পর জীবত সৈনিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : হানামানথাপ্পা নামের ভারতীয় এক সৈনিক ছয় দিন আগে সিয়াচেন হিমবাহের একটি ধসের নীচে চাপা পড়েছিলেন। ছয় হাজার মিটার উপরে, অন্তত আট মিটার গভীর তুষারে নীচে আরো নয়জন সৈনিকের সঙ্গে তিনিও চাপা পড়েন।
 
এ ঘটনায় অন্যরা সবাই মারা গেছেন। তবে ল্যান্স নায়েক হানামানথাপ্পা জীবিত রয়েছেন বলে নিশ্চিত হয়েছে ভারতীয় সেনাবাহিনী।
 
সেনাবাহিনী বলছে, তাকে তুষারের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার হিমবাহের থেকে তাকে নামিয়ে আনা হবে। সেনাবাহিনীর একটি বিবৃতি বলছে, তার অবস্থা খুবই গুরুতর। আমরা আশা করছি, এই 'দৈবের বলে বেচে যাওয়ার ঘটনা' অব্যাহত থাকবে। আমাদের জন্য প্রার্থনা করুন।

বুধবার হঠাৎ নেমে আসা ধ্বসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই নিরাপত্তা চৌকিটি পুরোপুরি তুষারের নীচে চলে যায়।
 
এরপরই ভারতীয় সেনাবাহিনী আর বিমান বাহিনী সৈনিকদের সন্ধানে ‘লাইন অব কন্ট্রোলের’ কাছাকাছি অভিযান শুরু করে। কিন্তু সেনাবাহিনী তখন জানিয়েছেন, সেখানে কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই কম।

এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি টুইটার বার্তায় সৈনিকদের জন্য শোকবার্তা জানিয়েছিলেন।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে