মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১১:১০

সৌদি-ন্যাটোর গোপন বৈঠক, বেজে উঠতে পারে যুদ্ধের দামামা

সৌদি-ন্যাটোর গোপন বৈঠক, বেজে উঠতে পারে যুদ্ধের দামামা

আন্তর্জাতিক ডেস্ক : এবার এক টেবিলে বসেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। রিয়াদের এক প্রস্তাবের পর নড়েচড়ে বসেছে ওয়াশিংটন ও তাদের মিত্র পশ্চিমারা। তারা অভিন্ন শত্রুর বিরুদ্ধে যুদ্ধের এজোন্ডা নিয় এক গোপন আলোচনায় মিলিত হচ্ছে বলে জানা গেছে। এনিয় কৌতুহল তৈরি হয়েছে গোটা বিশ্বে। মধ্যপ্রাচ্যে তো বটেই।

ন্যাটো সূত্রের বরাত দিয়ে সৌদি গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে সৌদি ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ বিন সালমান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বৈঠকে যোগ দেবেন।

সিরিয়ায় সৌদি আরব যে স্থল সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে সে বিষয়ে ন্যাটোর বৈঠকে আলোচনা হবে। এছাড়া, গত ডিসেম্বর মাসে সৌদি আরব ৩৪ জাতির সমন্বয়ে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য যে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সে বিষয়েও ন্যাটো বৈঠকে আলোচনা করা হবে।

গত সপ্তাহে সৌদি আরব ঘোষণা করেছে, আমেরিকা যদি সিরিয়ায় স্থল অভিযান শুরু করে তাহলে সৌদি আরবও দেশটিতে স্থল সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে। এ ঘোষণাকে দ্রুতই আমেরিকা স্বাগত জানিয়েছে তবে সিরিয়া ও তার মিত্ররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, সেনা পাঠালে শুধু কফিন অপেক্ষা করবে; তা সে তুরস্ক হোক আর সৌদি আরব হোক।

রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিরিয়া সরকারের অনুমতি না নিয়ে সেনা পাঠানো হলে তাকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়া হবে। ইরানও সৌদি পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসছে।
০৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে