মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৩:৫৮

মৃত স্বামীর নিচে জীবিত স্ত্রী

মৃত স্বামীর নিচে জীবিত স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে তাইওয়ানে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে দু'দিন পর জীবত এক নারীকে উদ্ধার করা হয়েছে। তিনি একই স্থানে তার মৃত স্বামীর নিচে চাপা পড়ে ছিলেন। আর তাদের পাশেই ছিল তাদের দুই বছরের ছেলের লাশ। সোমববার তাদের উদ্ধার করা হয়।

তাইওয়ানের তাইনান শহরে ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল একটি বিশাল আবাসিক ভবন। সেই ভবন থেকে সোমবার দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একজন ওই নারী। তাকে উদ্ধারের কিছুক্ষণ পর আরেক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।

তাইওয়ানে ভূমিকম্পে সবশেষ তথ্যানুযায়ী মারা গেছে ৩৭ জন। এর মধ্যে অধিকাংশে মৃত্যু হয়েছে ভবন বিধ্বস্তের কারণে। এখনো ১০০ জনের মতো লোক ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকৃত নারীর নাম সাও-ওয়েই লিং। সোমবার সকালে তাকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ওয়াং তিং-ইউয়ের বরাত দিয়ে রয়াটার্স এ খবর জানিয়েছে। সাও-ওয়েই লিংয়ের জ্ঞান আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে