মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৯:০৬

নিরীহ মুসলিমদের হেনস্থা না করার আহ্বান শাহী ইমামের

নিরীহ মুসলিমদের হেনস্থা না করার আহ্বান শাহী ইমামের

আন্তর্জাতিক ডেস্ক : আইএস ঠেকানোর নামে যেন নিরীহ মুসলিমদের হেনস্থা না করার আহ্বান জানিয়েছেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এ আহ্বান জানান ওই ইমাম।

এসময় তিনি আরও বলেন, এবিষয়ে নিরাপত্তারক্ষীদের আরও বেশি সতর্ক হতে হবে। এবিষয়ে আরও বেশি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। যুব সম্প্রদায়ের মধ্যে যেভাবে আইএসে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে তাতে প্রধানমন্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বুখারি বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের বিপক্ষে। কোনও ধর্মই সন্ত্রাসকে সমর্থন করে না।’ এদিন মোদির সঙ্গে তার বৈঠক চলে প্রায় ৩০ মিনিট ধরে। জামিয়া মিলিয়া ইসলামিয়া কিংবা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইস্যুও এদিন তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। মোদি এই বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে