মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:১৯:২২

ত্রিপুরায় অবৈধ বাংলাদেশি নেই : মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় অবৈধ বাংলাদেশি নেই : মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরায় অবৈধ কোন বাংলাদেশি নেই বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ড. প্রবীণ তোগাদিয়ার অভিযোগ করলে মানিক তা অস্বীকার করে এ দাবী করেন।

মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ‘সর্বশেষ পাওয়া আদমশুমারি অনুযায়ী এ মুহূর্তে ত্রিপুরার জনসংখ্যা বৃদ্ধির হার ১৪ শতাংশ, যা আগে ছিল ৩৪ শতাংশ। তাহলে প্রবীণ তোগাদিয়া কীভাবে বলতে পারেন যে বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষ ত্রিপুরায় আসছেন? পরিসংখ্যান না জেনেই তিনি কীভাবে এ কথা বলতে পারেন। আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, এখানে কোনো অবৈধ বাংলাদেশি নাগরিক নেই।’

তিনি আরও বলেন, তোগাদিয়ার এ বক্তব্য ত্রিপুরায় অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ ছাড়া প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নষ্ট করে দিতে পারে।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে