মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৫:৩০

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : মিউনিখের ৬০ কিমি দক্ষিণ-পূর্বে অস্ট্রিয়া সীমান্তের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার পর এখন পর্যন্ত পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে বলে জানা যায়। আর আহত হয়েছে একশরও বেশি যাত্রী, যাদের মধ্যে অনেকের জখম গুরুতর। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা খুবই গুরুতর। স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, নিহতদের সংখ্যা বাড়তে পারে। অনেকে এখনো ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের টেনে বের করার চেষ্টা করছে। অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই দুর্ঘটনার পর একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন বাভারিয়া প্রদেশে গত কয়েক বছরের মধ্যে মঙ্গলবারের এই দুর্ঘটনা সবচেয়ে মারাত্মক।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে