আন্তর্জাতিক ডেস্ক : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৭৯ বছর বয়সে মারা গেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার গুরুত্ব অপরিসীম। রাজধানী কাঠমান্ডুতে নিজের বাড়িতেই রাত ১২.৫০ মিনিটের সময় মৃত্যু হয় তার। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি। দেশের বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তিনি।
কৈরালার চিকিৎসক কবিরনাথ যোগি জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তনে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস-এ আক্রান্ত হন তিনি। সেই সংত্রমণেই মৃত্যু হয়েছে তার। তিনি জানিয়েছেন, সোমবার সন্ধ্যে পর্যন্ত কৈরালার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ছিল। ঠিকভাবে খাবার খেয়েছেন তিনি। কিন্তু রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা বৃদ্ধি পায়।
নেপালি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রকাশ মান সিংহ জানিয়েছেন, কাঠমান্ডুর সানেপায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তার দেহ নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে শেষ সম্মান জানাতে পারবেন দলীয় সদস্যরা।
উল্লেখ্য, নেপালের এই জননেতার জন্ম ভারতের বারাণসীতে। ১৯৫৪ তে রাজনৈতিক জগতে তার প্রবেশ। ১৯৭৩ প্লেন হাইজ্যাকের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ৩ বছর ভারতীয় জেলে বন্দি ছিলেন তিনি। ১৬ বছর ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নেপালে গণতন্ত্র স্থাপনে এবং শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে তার ভূমিকা ছিল অপরিসীম। যদিও গত বছর এপ্রিলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে সরকারের দায়িত্ব নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই