আন্তর্জাতিক ডেস্ক : তরুণ-তরুণীদের প্রেম করা রুখতে এক অদ্ভুত নিয়ম চালু হয়েছে। রাত নয়টার পর প্রেমিক-প্রেমিকাকে একসঙ্গে দেখলেই একপ্রকার জোর করেই বিয়ে দিয়ে দেয়া হবে।
শুনেই চোখ কপালে উঠার উপক্রম হবে যে কারো। ইন্দোনেশিয়াতে এটাই এখন স্বাভাবিক।
ইন্দোনেশিয়ার একটি জেলায় সম্প্রতি এমনই আইন চালু হয়েছে। এক বেসরকারি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার প্ররুয়াকারতা জেলায় এই আইন জারি করা হয়েছে।
আইনে বলা হয়েছে, রাত ৯টার পর যদি কোনো জুটিকে একসঙ্গে বাইরে দেখা যায়, তবে তাদের বিয়ে দেয়া হবে। পাশাপাশি আইন অনুযায়ী রাত ৯টার পর কোনো অবিবাহিত পুরুষ যদি কোনো বান্ধবীর বাড়িতে রাত কাটান, তাদেরও বিয়ে দিয়ে দেয়া হবে।
প্ররুয়াকারতার জেলা প্রশাসক দিয়াদি মালিদি বলেন, যে গ্রামে আইনটির বাস্তবায়ন হবে না সে গ্রামে সরকারি ভাতা দেয়া বন্ধ করা হবে। কোনো যুবক যদি তার আত্মীয় নন এমন মহিলার বাড়িতে রাত কাটাতে চান, তবে তাকে অবশ্যই শনাক্তকরণ কার্ড সংগ্রহ করতে হবে।
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম