মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৯:১৪

ফ্রি ফেসবুক বন্ধ করায় ভারতের উপর চটেছেন জাকারবার্গ

ফ্রি ফেসবুক বন্ধ করায় ভারতের উপর চটেছেন জাকারবার্গ

ঢাকা: গতকাল থেকে ফেসবুক ‘ফ্রি বেসিকস’ সেবার আওতায় ফেসবুকসহ সরকারি কয়েকটি ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করার সুযোগ বন্ধ করে দিয়েছে ভারত। এ নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ ঘটনার পর একটি স্ট্যাটাসে তিনি ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

জুকারবার্গ লিখেছেন, ‘পৃথিবীর প্রত্যেক মানুষের ইন্টারনেটে সংযোগ থাকা উচিত। এ জন্য আমরা ইন্টারনেট ডট অর্গ (internet.org) চালু করতে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে সৌরশক্তির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ, স্যাটেলাইট এবং লেজারস, ফ্রি বেসিকসের আওতায় ফ্রি ডাটা একসেস, কম ডাটাতে ব্যবহার উপযোগী অ্যাপস এবং স্থানীয় নেটওয়ার্ক যোগানদাতাদের মাধ্যমে ফ্রি ওয়াই ফাই সুবিধা উল্লেখ্যযোগ্য।’  

জুকারবার্গ আর লিখেছেন, ‘ইন্ডিয়ার টেলিকম ব্যবস্থাপক ফেসবুকের ফ্রি ডাটা সংযোগ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সীমাবদ্ধতা ইন্টারনেট ডট অর্গের উদ্যোগ, ফ্রি বেসিকস এবং অন্যান্য প্রতিষ্ঠান কতৃক ফ্রি ডাটা ব্যবহারকে বাধাগ্রস্থ করবে।’

ভারত সরকারের এমন সিদ্ধান্তের কারণে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, ‘আজকের সিদ্ধান্তে আমরা হতাশা প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে যোগাযোগ করতে চাই। যেখানে আমরা সারা ভারতে ইন্টারনেট ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে