আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার সামনে ইউরোপীয় দেশগুলোর কোনো স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইউরোপীয় দেশগুলোর গৌরবোজ্জ্বল অতীত থাকলেও বর্তমানে আমেরিকার ইচ্ছার সামনে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ইউরোপীয় দেশগুলোর এই ‘দুর্বল দিকটি’র দিকে নজর দেয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। ইরান সফরকারী গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাসের সঙ্গে এক বৈঠকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ প্রসঙ্গেও কথা বলেন সর্বোচ্চ নেতা।
তিনি বলেন, সন্ত্রাসবাদ হচ্ছে একটি সংক্রামক ও দুরারোগ্য ব্যাধি। তবে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে এটিকে দমন করা সম্ভব। বিশ্বের কোনো কোনো দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদের প্রতি সহায়তা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ইরান ও গ্রিসের অভিন্ন সংস্কৃতি ও সভ্যতার ইতিহাসের কথা উল্লেখ করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, প্রধানমন্ত্রী সাইপ্রাসের এ সফরের ফলে ইরান ও গ্রিসের দীর্ঘদিনের সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী হবে।
সাক্ষাতে গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় দেশগুলোর অর্থনীতি পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং রাতারাতি এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। সেইসঙ্গে অচিরেই সিরিয়ায় চলমান সন্ত্রাসবাদের অবসান হবে বলেও আশা প্রকাশ করেন সাইপ্রাস।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই