বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০০:০৯

‘সুখমন্ত্রী নিয়োগের ঘোষণা’

‘সুখমন্ত্রী নিয়োগের ঘোষণা’

আন্তর্জাতিক ডেস্ক : নিজের দেশের নাগরিকদের সুখ নিশ্চিত করতে এবার একজন ‘সুখমন্ত্রী’ নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সোমবার ইউএই’র প্রধানমন্ত্রী এবং দুবাই অঞ্চলের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান, জনগণের সামাজিক কল্যাণ এবং সন্তুষ্টি নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

আমিরাতে ‘বিশ্ব সরকার সম্মেলনে’ যোগ দিয়ে এক টুইটার বার্তায় এ ঘোষণা দেন তিনি।  এরই মধ্যে দেশটিতে সহিঞ্চুতা বিষয়ক একজন মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান রশিদ আল মাকতুম।

মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, এটা একটি নতুন যাত্রা এবং এ কাজ সম্পন্ন করতে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।  তবে কবে নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তা জানাননি তিনি।

টুইটারে আল মাকতুমের এ ধরনের ঘোষণা নতুন নয়, গত সপ্তাহে এক টুইটার বার্তায় তিনি বলেন, তরুণদের বিষয় দেখাশুনার জন্য দেশটির ছাত্রদের মধ্য থেকে ২৫ বছরের কম বয়সী একজন মন্ত্রী বানাতে চান তিনি। আরব আমিরাতের সরকার ব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষেই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে