আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার পর বিশ্ব রাজনীতির শিরোনাম এখন উত্তর কোরিয়া। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার পর উত্তর কোরিয়া গত সেপ্টেম্বরের পর সম্প্রতি আবার তাদের পারমাণবিক চুল্লিতে প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার প্রধানের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি।
ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার সতর্ক করে দিয়ে বলছেন, পিয়ংইয়ং অচিরেই পারমানবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়ামের মালিক বনে যেতে পারে।
দেশটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিরও উদ্যোগ নিয়েছে বলেও তিনি।
একটি সিনেট কমিটির মুখোমুখি হয়ে মি. ক্ল্যাপার বলেন, এটি একটি একটি প্লুটোনিয়াম রিঅ্যাকটর, যেখান থেকে পারমানবিক বোমার কাঁচামাল পাওয়া সম্ভব।
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়ানোর পথে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম