আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান হিন্দু বিবাহ আইন নিয়ে আরও এক ধাপ এগোল। সোমবার দেশটির আইনসভায় পাশ হয়েছে হিন্দু বিবাহ বিল, ২০১৫। সংখ্যাগরিষ্ঠ এমপিদের পাশাপাশি বিশেষ ভাবে আমন্ত্রিত ৫ হিন্দু সদস্যও ওই বিলটিকে সমর্থন দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এতোদিন পাকিস্তানে হিন্দুদের বিয়ে নিয়ে নির্দিষ্ট কোনো আইন ছিল না। এর ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভিসা তৈরি-সহ নানাবিধ সরকারি কাজে মহিলাদের সমস্যায় পড়তে হতো।
হিন্দু বিবাহ আইন চালু হলে সে সব সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন একাংশ।
সোমবার বিলটিতে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)। তবে বিরোধী কয়েকটি দলের এমপি-রা বিলটি নিয়ে বিরোধিতাও করেন।
বিলের খসড়া মোতাবেক, বিয়ের জন্য পাকিস্তানে বসবাসকারী হিন্দু পাত্র বা পাত্রীর বয়স অন্তত ১৮ হতেই হবে। এ নিয়ে বিশেষ দু’টি সংশোধনী প্রস্তাবও জুড়ে দেওয়া হয়েছে নয়া খসড়ায়।
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম