বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৮:১১

মৃত ঘোষণার ১৫ ঘণ্টা পর বেঁচে উঠল শিশুটি

মৃত ঘোষণার ১৫ ঘণ্টা পর বেঁচে উঠল শিশুটি

আন্তর্জাতিক ডেস্ক : মৃত ঘোষণা করার ১৫ ঘন্টা পর বেঁচে উঠেছে সদ্যজাত এক শিশু! এমন ঘটনায় হতবাক চিকিৎসকরাও। এ ঘটনাটি ঘটেছে চিনের ঝোঝিয়ান প্রদেশে।

জানা গেছে, ঝোঝিয়াং প্রদেশের পৈনান শহরে ওই শিশুকে গত শুক্রবার ‌যখন সৎকারের জন্য নিয়ে ‌যাওয়া হচ্ছিল তখনই নড়াচড়া করতে শুরু করে সে। একদিন আগে বৃহস্পতিবারই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা।

এরপর ১৫ ঘণ্টা দেহ রাখা ছিল মর্গে। শীতকাল হওয়ায় সেখানেও তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। শিশুটি জীবিত বুঝতে পেরেই তার বাবাকে খবর পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। সদ্যোজাতকে ফের ভর্তি করা হয় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে।

সূত্র বলছে, জানুয়ারি মাসে সময়ের আগেই পৈনানের হাসপাতালে জন্মেছিল শিশুটি। চিকিৎসকরা বলছেন, ‘জীবনে প্রথমবার দেখলাম এমন ঘটনা। সত্যিই মিরাকেল’।

সূত্রটি জানিয়েছে, জন্মের পর ২৩ দিন ইনকিউবেটরে ছিল শিশুটি। কিন্তু শিশুটির বাবা একরকম জোর করেই তাকে বাড়িতে নিয়ে ‌যান। সোমবার থেকে শুরু হওয়া চিনা নববর্ষে সন্তান বাড়িতেই থাকুক, চেয়েছিলেন বাবা। বাড়ি নিয়ে ‌যাওয়ার কয়েকদিনের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফের ভর্তি করা হয় হাসপাতালে। গত ৪ ফেব্রুয়ারি শিশুটির হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মর্গে পাঠানোর আগে শিশুটিকে দু’টি মোটা জামা পরান বাবা। তার পর একটি মোটা ব্যাগে ভরে সন্তানের দেহ রেখে আসেন মর্গে। সম্ভবত তাতেই বেঁচেছে তার প্রাণ। মনে করছেন চিকিৎসকরা।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে