আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিকল্পনা করেছিলেন কার্বন নিঃসরণ কমানোর। আর তার সেই পরিকল্পনা আটকে দিয়েছেন আদালত।
বারাক ওবামার পরিকল্পনার বিষয়ে সব পক্ষের আইনি চ্যালেঞ্জ না শুনে প্রেসিডেন্টের ক্লিন পাওয়ার প্ল্যান বাস্তবায়ন করা যাবে নাবেলে রায় প্রকাশ করেছে আদালত।
জানা গেছে, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের বছর ২০৩০ সালের মধ্যে ৩২ শতাংশ কার্বন নিঃসরণ কমাতে এই পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ে জোর দেয়া হয়েছিল। প্যারিসে গত ডিসেম্বরে জলবায়ু সম্মেলনে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা।
এর আগে আগস্টে প্রস্তাবিত এই পরিকল্পনায় দেশটির সব অঙ্গরাজ্যের জন্য কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা প্রকাশ করেন এবং প্রদেশগুলোর সেই লক্ষ্য অর্জন কীভাবে করবে সে প্রস্তাব উত্থাপন করতে বলা হয়েছিল।
তবে ২৭টি অঙ্গরাজ্য এবং কয়লা খনি মালিক ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান এই প্রস্তাবের বিরোধিতা করে। তাদের মতে এই পরিকল্পনায় অঙ্গরাজ্যগুলোর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।
এদিকে সুপ্রিম কোর্ট বিচারকদের ৫-৪ ভোটে এই প্রস্তাব বাস্তবায়নের আগে সবপক্ষের আইনি ব্যাখ্যা শোনা পর্যন্ত এই প্রস্তাব বাস্তবায়ন বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন