বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৪:৫৬

সৌদির শহর দখল করেলো ইয়েমেন বাহিনী

সৌদির শহর দখল করেলো ইয়েমেন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের সীমান্তবর্তী একটি শহরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, প্রচণ্ড লড়াইয়ের পর সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আর-রাবুয়া শহর দখলে নিতে সক্ষম হয় তারা। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

খবরে বলা হয়েছে, আর-রাবুয়া শহরের দিকে এগিয়ে যাওয়ার আগে ইয়েমেনি বাহিনী শহরের পূর্বদিকের কয়েকটি গ্রাম দখল করে। যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যাপকভাবে সমর্থন দিলেও সৌদি সেনারা ইয়েমেনি বাহিনীর অগ্রযাত্রার সামনে পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় তারা বিপুল পরিমাণে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ ফেলে রেখে যায়। এ সংঘর্ষে সৌদি বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের শিকার হয়েছে।

এদিকে, আনসারুল্লাহ যোদ্ধাদের অন্য এক প্রতিশোধমূলক হামলায় ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের মিদি এলাকায় কয়েকজন সৌদি সেনা নিহত হয়েছে। এ হামলায় সৌদি সেনাদের পাঁচটি সাঁজোয়া যান ধ্বংস হয়। এছাড়া, সৌদি আরবের নাজরান ও জিজান প্রদেশে ইয়েমেনি যোদ্ধাদের হামলায় অন্তত আরো আট সৌদি সেনা নিহত হয়েছে।
ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে