বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১২:০৪

ক্যামেরনের বিরুদ্ধে পিটিশন করলেন তার মা!

ক্যামেরনের বিরুদ্ধে পিটিশন করলেন তার মা!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্যয় সঙ্কোচনের নীতির বিরুদ্ধে পিটিশনে সই করলেন তার মা মেরি ক্যামেরন। ক্যামেরনের রক্ষণশীল নীতির ফলে কাটছাঁট হতে চলেছে শিশুদের জন্য বরাদ্দ পরিষেবা, এমনই অভিযোগ। এর বিরুদ্ধেই প্রচারাভিযানে নেমেছে গ্রুপ ৩৮ ডিগ্রি নামে একটি সংগঠন। তাদের পিটিশনে স্বাক্ষর করেছেন প্রায় ১০ হাজার মানুষ। এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

৮১ বছর বয়সের মেরি দীর্ঘদিন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। তিনি ‘ডেইলি মিরর’-কে রক্ষণশীলদের পরিচালিত অক্সফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিলের সিদ্ধান্তে বন্ধ হতে বসা শিশু সুরক্ষা কেন্দ্রগুলি বাঁচানোর জন্য পিটিশনে স্বাক্ষর করার কথা স্বীকার করেছেন। তবে শুধু বলেছেন, পিটিশনে আমার নাম আছে। এর বেশি একটি কথাও বলতে চাই না।

পিটিশনে বলা হয়েছে, যে নতুন বাবা-মায়েরা স্থানীয় স্তরে পরামর্শ, দেয়ার ওপর ভীষণভাবে নির্ভরশীল, তাদের কাছে শিশুদের জন্য বরাদ্দ কেন্দ্রগুলি প্রাণভোমরা স্বরূপ। এই অত্যাবশক পরিষেবা কাটছাঁট করা হলে বহু পরিবার চরম বিপদে পড়বে। একটা গোটা প্রজন্মের শিশুরা ক্ষতিগ্রস্ত হবে।

৪৯ বছর বয়সি ক্যামেরন অক্সফোর্ডশায়ারের উইটনির এমপি। বাচ্চাদের দেখাশোনা করার কেন্দ্রগুলি তার নির্বাচনী কেন্দ্রের মধ্যেই পড়ছে।  জানা গিয়েছে, গত বছর কাউন্সিল নেতা ইয়ান হাডসপেটের সঙ্গে স্থানীয় পরিষেবার খরচ ছাঁটাইয়ের ব্যাপারে সংঘাত হয়েছিল ক্যামেরনের।

প্রচারাভিযানের উদ্যোক্তা জিল হুইশ বলেছেন, ব্যয় সংকোচন আমাদের সবচেয়ে বিপন্ন অংশকে যে কতটা প্রভাবিত করছে, তা ডেভিড ক্যামেরনের মায়ের অবস্থানেই স্পষ্ট। যদিও ডাউনিং স্ট্রিট এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে