আন্তর্জাতিক ডেস্ক : সমঝোতরার ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বাজার চাঙ্গা করার লক্ষ্যে সৌদির সাথে কাজ করতে প্রস্তুত ইরান। সৌদি ছাড়াও উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলোর সঙ্গেও একই আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরান ঘোষণা দেয় প্রতিদিন গড়ে ৫ লাখ ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে তারা। চাহিদার চেয়ে বেশি তেল উত্তোলন করায় এরই মধ্যে বাজারের নাজুক অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় ইরান এত বেশি পরিমাণ তেল উত্তোলন করলে, জ্বালানির তেলের আন্তর্জাতিক বাজার ভয়াবহ রকমের বিপর্যয়ে পড়বে। এই বিপর্যয় এড়াতে সৌদি আরবের সঙ্গেও সমঝোতা করতে প্রস্তুত রয়েছে তারা।
ইরানের তেলমন্ত্রী বাইজান জাঙ্গেনেহ জানিয়েছেন, তেল রপ্তানির শীর্ষ সংগঠন ওপেক এবং সৌদি আরবের সঙ্গে তেলবিষয়ক যেকোনো ধরনের সংলাপ ও সংস্কারমূলক আলোচনায় রাজি আছেন তারা।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন