বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২২:২২

ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম তরুণীকে বিয়ে করলেন ম্যান্ডেলার নাতি

ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম তরুণীকে বিয়ে করলেন ম্যান্ডেলার নাতি

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট প্রয়াত নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা ইসলাশ ধর্ম গ্রহণ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি কেপ টাউনে ‘রাবেয়া ক্লার্ক’ নামের এক মুসলিম তরুণীকে বিয়ে করেন।

ম্যান্ডেলা ম্যান্ডেলা 'আফ্রিকান স্পটলাইট' ওয়েবসাইটে এক বার্তা প্রদানের মাধ্যমে তাকে স্বীকৃতি দেয়ার জন্য তার শ্বশুর এবং দক্ষিণ আফ্রিকার মুসলিম জনগণকে সম্মানিত ও প্রশংসিত করেছেন। দুই মাস আগে নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর ঘরোয়া অনুষ্ঠানে এ সপ্তাহেই রাবিয়া ক্লার্কের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী মুসলিম নেতা শেখ ইব্রাহীম গ্যাব্রিয়েলস তাদের বিয়ের আয়োজন করেন।

জানা যায়, গত বছরের শেষের দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। তবে বিষয়টি এতোদিন গণমাধ্যমে আসেনি। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার আইনসভা বিষয়ক রাজধানী কেপ টাউনের একটি মসজিদে মুসলিম তরুণী রাবিয়া ক্লার্ককে বিয়ের পর বিষয়টি স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। কেপটাউনের একটি মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন রাবিয়া ক্লার্ক।

বিয়ের অনুষ্ঠানে ম্যান্ডলা ম্যান্ডেলা ঘোষণা দেন, ৬ ফেব্রুয়ারি ২০১৬-তে রাবেয়া ক্লার্ককে বিয়ে করতে পারায় আমি আনন্দিত ও সম্মানিত। 'আমি এবং আমার স্ত্রী রাবেয়া ভিন্ন ধর্মীয় সংস্কৃতির মধ্যে বড় হয়েছি। তবে আমাদের দু’জনেরই একটি স্থানে মিল রয়েছে। আর তা হচ্ছে আমরা দুজনই দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং আমরা দু’জনই আমাদের দেশকে ভালবাসি। এজন্য আমি রাবিয়ার বাবা-মাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্য ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, ম্যান্ডলা বর্তমানে তার নিজ গোত্র ভেজো সম্প্রদায়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দাদা নেলসন ম্যান্ডেলার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এ দায়িত্ব পেয়েছেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণের আগে আরো তিনবার বিয়ে করেছিলেন ম্যান্ডলা ম্যান্ডেলা। তবে এই প্রথম কোনো মুসলিম তরুণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে