আন্তর্জাতিক ডেস্ক : অজ পাড়াগায়ে এমন বউ ক’জন আছে, যিনি কি না সংবাদের সূত্র ধরে এগিয়ে এলেন। সত্যিই তিনি মহিয়সী নারী।
সিয়াচেনের হিমবাহের নিচে ৬ দিন চাপা পড়ে থেকেও জীবিত উদ্ধার হওয়া ল্যান্সনায়েক হনমন্থাপ্পা কোপ্পাড়ের কিডনি, লিভার কাজ করছে না শুনে এগিয়ে এলেন উত্তরপ্রদেশের অজ পাড়াগায়ের গৃহবধূ। নাম তার নিধি পান্ডে।
লখিমপুর থেকে প্রায় ৫০ কিমি দূরের পাদারিয়া তুলা গ্রামের বাসিন্দা নিধি কোমায় আচ্ছন্ন, তীব্র সঙ্কটে থাকা সীমান্তরক্ষী জওয়ানকে নিজের একটি কিডনি দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
কোপ্পাড়ের জীবন বিপন্ন হয়ে পড়েছে জেনে খুব মনকষ্টে আছেন নিধি।
তিনি বলেছেন, টিভি চ্যানেলগুলোতে খবর দেখাচ্ছিল, লিভার, কিডনি কাজ না করায় ওঁর অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। যদি কাজে লাগে তাহলে নিজের একটি কিডনি কোপ্পাড়কে দান করতে চাই।
তিনি বলেছেন, স্বামীর সঙ্গে আলোচনা করে একটি চ্যানেলের সঙ্গে ওদের দেয়া হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করি। আমার ইচ্ছার কথা জানাই। দেশের সেবায় অতন্দ্র প্রহরায় থাকা একজন জওয়ানকে বাঁচাতে এটুকু করা দরকার বলে মনে করেন তিনি। নিধির কথায়, কোপ্পাড়ের আরোগ্য কামনায় শুধু প্রার্থনাই যথেষ্ট নয়, তার বেশি কিছু করা উচিত।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম