বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৮:০৬

বিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশের নয়া সিদ্ধান্ত

বিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশের নয়া সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যের পুলিশ গুলতি ছুঁড়ে বিক্ষোভকারীদের সহিংসতার মোকাবেলা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশকে গুলতি মারার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কিন্তু গুলতি ব্যবহার করা কতটা নিরাপদ হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেখানে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

হরিয়ানার জিন্দ জেলার পুলিশ প্রধান অভিষেক জরওয়াল অবশ্য জানিয়েছেন, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা চালানোর পরই কেবল গুলতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করছেন, তারা যেসব গুলতি ব্যবহার করবেন সেগুলো বিশেষভাবে তৈরি এবং যথেষ্ট নিরাপদ।

পুলিশকে এখন থেকে তাদের লাঠি, টিয়ার গ্যাস এবং অন্যান্য অস্ত্রের পাশাপাশি এই গুলতি ব্যবহার করতে হবে বিক্ষোভ দমনে। মিস্টার জরওয়াল আরো বলেছেন, তাদের উদ্দেশ্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার বন্ধ করা।

‘আমাদের অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে কেবল মাত্র শেষ অস্ত্র হিসেবে বন্দুক ব্যবহার করতে। এর আগে পর্যন্ত তারা টিয়ারগ্যাস এবং গুলতি ব্যবহার করে বিক্ষোভ দমানোর চেষ্টা করবেন।’

গুলতি দিয়ে ছোঁড়া হবে মরিচের গুড়ো এবং মার্বেল। তিনি বলেন, মার্বেল এবং মরিচের গুড়ো বড় কোন ক্ষতি করবে না বলেই তারা মনে করেন। কিন্তু বিক্ষোভকারীদের হটিয়ে দিতে এটি বেশ কার্যকর হবে।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে