বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:১৫:১৪

পাকিস্তানে নিষিদ্ধ ভ্যালেন্টাইনস ডে!

পাকিস্তানে নিষিদ্ধ ভ্যালেন্টাইনস ডে!

আন্তর্জাতিক ডেস্ক: ভ্যালেন্টাইনস ডে উদযাপনের অর্থ ইসলাম অবমাননা করা। এই যুক্তিতে ভালোবাসার দিন পালনের যাবতীয় কার্যকলাপ নিষিদ্ধ করে দিলো পাকিস্তান। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় সূত্রে এই খবর প্রকাশ্যে এলেও এখনও সরকারিভাবে একথা ঘোষণা করা হয়নি।

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, 'অভ্যন্তরীণ মন্ত্রী নিসার আলি খানের নির্দেশে ভ্যালেন্টাইনস ডে পালন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও সরকারিভাবে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়নি।' ইসলামাবাদের ডেপুটি কমিশনার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবেন এবং রাজধানী-সহ গোটা দেশে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন পালন কর্মসুচির বিরোধিতা করেছে জামায়াত ইসলামি ও অন্যান্য সংগঠন। তবে, এই প্রথবার কোনও দেশ ভ্যালেন্টাইনস ডে-র উত্‍‌সব পালনে নিষেধাজ্ঞা জারি করলো।

১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে