আন্তর্জাতিক ডেস্ক : এবার সরাসরি সৌদি আরবে ঢুকে পড়েছে প্রতিবেশি ইয়েমেনের বিদ্রোহী আনসারুল্লাহ এবং তাদের সমর্থিত সেনাবাহিনী। দেশটির সীমান্তবর্তী একটি শহর দখলে নিয়ে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান সমর্থিত এই শিয়ারা গোরিলারা। রিয়াদের জন্য এটি একটি বঢ় ধরণের পরাজয় হিসেবে দেখা হচ্ছে। এতে সৌদি বাদশাহ চিন্তিত হয়ে পড়েছেন!
এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, প্রচণ্ড লড়াইয়ের পর সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আর-রাবুয়া শহর দখলে নিতে সক্ষম হয় তারা।
ইয়েমেনি সেনাবাহিনীর বরাত দিয়ে আরবি ভাষার ওয়েবসাইট আল-মায়েদিন এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আর-রাবুয়া শহরের দিকে এগিয়ে যাওয়ার আগে ইয়েমেনি বাহিনী শহরের পূর্বদিকের কয়েকটি গ্রাম দখল করে।
যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যাপকভাবে সমর্থন দিলেও সৌদি সেনারা ইয়েমেনি বাহিনীকে প্রতিহত করতে পারেনি। এ সময় তারা বিপুল পরিমাণে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ ফেলে রেখে যায়। এ সংঘর্ষে সৌদি বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের শিকার হয়েছে।
এদিকে, আনসারুল্লাহ যোদ্ধাদের অন্য এক হামলায় ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের মিদি এলাকায় কয়েকজন সৌদি সেনা নিহত হয়েছে। এ হামলায় সৌদি সেনাদের পাঁচটি সাঁজোয়া যান ধ্বংস হয়। এছাড়া, সৌদি আরবের নাজরান ও জিজান প্রদেশে ইয়েমেনি যোদ্ধাদের হামলায় অন্তত আরো আট সৌদি সেনা নিহত হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস