বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৩:১৬

ইসলাম পরিপন্থি, তাই পাকিস্তানে নিষিদ্ধ ভ্যালেন্টাইনস ডে!

ইসলাম পরিপন্থি, তাই পাকিস্তানে নিষিদ্ধ ভ্যালেন্টাইনস ডে!

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যালেন্টাইনস ডে মানে ‌‘ইসলামকে অপমান’ করা। ইসলাম পরিপন্থি এই প্রেম দিবস। আর এ জন্যই পাকিস্তানে নিষিদ্ধ করে দেওয়া হলো ভ্যালেন্টাইনস ডে। যদিও, সরকারিভাবে ওই ধরণের কোনও ঘোষণা করেনি পাকিস্তান সরকার।

সূত্রের খবর, অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের আধিকারিক নিসার আলি খানের নির্দেশেই পাকিস্তান জুড়ে ভ্যালেনটাইনস ডে পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেও বহুবার ভ্যালেনটাইনস ডে পালনের বিরোধিতা করেছে জামাত-ই-ইসলামি সহ একাধিক সংগঠন। কিন্তু, আগে কখনও এভাবে সারা দেশ জুড়ে প্রকাশ্যে নিষিদ্ধ করা হয়নি প্রেম দিবস। এই প্রথম গোটা পাকিস্তান জুড়ে নিষিদ্ধ করা হলো ভ্যালেন্টাইনস ডে।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে