বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৩:৫১

মেয়েকে ভালোবাসায় শিক্ষিকার হাতে ছাত্র খুন

মেয়েকে ভালোবাসায় শিক্ষিকার হাতে ছাত্র খুন

আন্তর্জাতিক ডেস্ক : এক শিক্ষিকার হাতে খুন হয়েছেন এক ছাত্র। মেয়েকে ভালোবাসার অপরাধে নেজমা খাতুন নামের এই শিক্ষিকা সপ্তম শ্রেণির ছাত্র বিনয় মাহতোকে খুন করেন।

খুনের শিকার ওই ছাত্র ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচির সাফিয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। আর একই স্কুলের স্কুলের হিন্দি ভাষার শিক্ষিকা নেজমা খাতুন। শিক্ষিকাকে বুধবার গ্রেফতার করেছে রাঁচি পুলিশ। এর আগে শুক্রবার টিচারস কোয়ার্টারের কাছ থেকে বিনয় মাহতো নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নেজমা খাতুন, তার স্বামী এবং তাদের দুই সন্তানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নেজমা খাতুনের সেই মেয়ে রয়েছে, যাকে বিনয় মাহতো ভালোবাসতো। ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যে বৈজ্ঞানিকভাবে তদন্ত করে হত্যার আলামত পাওয়ার পর নেজমাদের গ্রেফতার করা হয়েছে।

শিক্ষিকার হাতে শিক্ষার্থী খুনের এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমকে অভিভাবকরা বলছেন, এই ঘটনা থেকে দেখা যাচ্ছে, সমাজ কতটা নিচে নেমে গেছে এবং এই সমাজে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক কতটা নোংরা হয়ে গেছে।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, শুক্রবার রাত ১টা ৯মিনিটে বিনয় মেহতো তার হোস্টেলের কক্ষ থেকে বেরিয়ে শিক্ষকদের হোস্টেলের দিকে দিকে যাচ্ছে, যেখানে তার ভালোবাসার মেয়েটি থাকে। রাত ১টা ৩০ মিনিটে শিক্ষক হোস্টেলের গেটে বিনয়ের লাশ দেখতে পায় অন্য একজন শিক্ষক।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে